একা-একা থাকো তুমি রাখোনা আমার খবর,
ভাবি আমি আপন তোমায় তুমি ভাবো পর ।।
ভাঙ্গো তুমি স্বপ্ন আমার শোনাও দুঃখের স্বর
তোমায় নিয়েই বাঁধি আমি ভালোবাসার ঘর ।।
দূরে গিয়ে জিন্দা রেখে দিয়াছো আমায় কবর ।। ঐ
তুমি হাসো মনের সুখে ঝরে চোখের জল,
এক নিমিষেই পাল্টে গেলো আমার ভাগ্য ফল।।
যাবেই যখন যাও চলে যাও দেবো না তো বাধা
একাই যে শ্যাম কাঁদবে বসে দেখবেনা তা রাধা।।
সখি আমি তোমার হয়ে ইচ্ছে ছিলো হতে বর ।। ঐ