এই জীবন রাখলে ধরে খাঁচায় ভরে যায়না বেঁধে রাখা,
সময় হলে যাবে চলে আগে পরে হবেনা আর থাকা।।
একেলা এসে একেলা যাবে সঙ্গে থাকবেনা তো কেউ,
রাজা-প্রজা ধনী-গরীব আসা-যাওয়ায় নিঃস্ব সেও।।
হঠাৎ যখন ডাক দিবে রব বলবে জীবন হয়নি দেখা।।ঐ
কেমন ছিলো গত জীবন জিজ্ঞাসিবে রাব্বুল যখন,
আমল-নামা ডান-বাঁ হাতে পাপ-পুণ্যের হিসেব তখন।
চাইবে আবার পৃথিবী দিন সাজাতে সেই জীবন রেখা।।ঐ
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১২ শ্রাবণ ১৪২৪, ২৭ জুলাই ২০১৭