আমি আকাশকে বলে দেবো
মেঘ তার হয়েছে চুরি,
আমি চাঁদকে বলে দেবো
প্রিয়ার নেই যে জুড়ি ।।
আমি আকাশ চাঁদ এক করে
হতে পারি গাজী।।
আমি ফুলকে বলে দেবো
সৌরভী যে তার,
আমার প্রিয়ার হাসির কাছে
রোজ খাচ্ছে যে মার ।।
ফুলের কাছে প্রিয়া তোমায়
ধরতে পারি বাজি ।।
দেশ নেতাকে বলে দেবো
সব ঋণ করতে মাফ,
হলিডে হয় জন্মদিনে
না মানলে হয় পাপ ।।
তোমায় জন্য পৃথিবীর সব
আমি হারতে রাজি ।।
২৯/০৪/২০১৮ ইং