আমার মনের মাঝে অগ্নিবীণা ঠোঁটে মধুর সুর
বুকের মাঝে নামটি তোমার ভালবাসার সমুদ্দুর।।
সাক্ষী রেখে সাগর-নদী রেখেছিলাম হাতে হাত
হৃদয় তোমার বসত গড়ে কাটুক আমার দিন আর রাত।
আগ বাড়িয়ে বলো সখি হাতটি তোমার কতো দূর।।
তোমার চোখে স্বপ্ন রেখে তোমার মনেই বসবাস
সব কিছুতেই তুমি আমার কেনো করো না বিশ্বাস?
হাসলে তুমি আকাশ হাসে ছড়ায় আলোর জ্যোতি, নুর।।
নোট-
আমার) মনের মাঝে বাজে অগ্নিবীণা, ঠোঁটে মধুর সুর
বুকের মাঝে নামটি তোর ভালবাসার সমুদ্দুর।।
এই) সাক্ষী রেখে সাগর-নদী তোর হাতে দিলাম হাত
তোর হৃদয়ে বসত করে কাটে আমার দিন-রাত।
হাত বাড়িয়ে বল না সখি তোর হাতটি কতো দূর।।
ওহ!) তোর চোখেতে স্বপ্ন রেখে তোর মনেতে /বসবাস
সব কিছুতে তুই যে আমার করো না ক্যান বিশ্বাস।
ও তোর হাসিতে আকাশ হাসে ছড়ায় আলোর জ্যোতি, নুর।।