সবুজ শ্যামল বাংলা আমার ভালিবাসি যারে
জন্মাতে চাই বাংলাদেশে আমি বারে বারে।
ছয়টি রূপে ছয়টি ঋতুর হয় যে আগমন
ফুলের সুবাস পাখির গানে হেসে ওঠে বন।
বাঁশবাগানে ঝোঁপেরতলে
তারার মতো জোনাক জ্বলে
কী অপরূপ দৃশ্য আহা! রাতেরও আঁধারে।
জন্মাতে চাই -------------------- বারে বারে।
গ্রীষ্ম এলে বাতাসে পাই আম, কাঁঠালের ঘ্রাণ
বর্ষাতে মন গেয়ে ওঠে নতুন দিনের গান;
কদম, কেয়া শাপলা হাসে
পাল উড়ানো নৌকা ভাসে
কাশের বনে শরৎ হাসে ডাকে আড়েঠারে।
জন্মাতে চাই ---------------------- বারে বারে।
হেমন্তে মন উতালা হয় আমন ধানের গন্ধে
শীতটা আসে পালাগান আর পিঠাপুলির ছন্দে;
ঝরাপাতার গানের শেষে
কৃষ্ণচুঁড়া ওঠে হেসে
বসন্তটা রঙিনবেশে কড়া নাড়ে দ্বারে।
জন্মাতে চাই --------------------- বারে বারে।