অসীম তোমার দান
আলী এরশাদ
গজল -২
আল্লাহ তোমার নাই তুলনা
অসীম তোমার দান
সৃষ্টিকুলের প্রতি তুমি
সদায় মেহেরবান।।
মানুষরূপে গড়ে আমায়
কতই দিলে নাজ-নেয়ামত
আলো-বাতাস, পানি দিলে
সবই তোমার খাস-রহমত।।
মালেক তুমি খালেক তুমি
তুমি সুবাহান।
নাফরমানী করি কত
তবু তুমি হও না তো রাগ
সকল গোনাহ্ ক্ষমা করো
তওবা করে দেই যদি ডাক।।
রাহিম তুমি হাকিম তুমি
তুমি রহমান।
হাজার হাজার মাখলুকাতের
নিত্যদিনের খাবার যোগাও
ডাকুক বা না ডাকুক তোমায়
কাউরে তুমি নাহি ঠকাও।।
মালেক তুমি খালেক তুমি
তুমি যে মহান।