সারাজীবন থাকতে পারে
সুখী বলো কে
সুখের প্রহর যায় চলে যায়
চোখের পলকে।।
দুঃখ আসে স্রোতের মত
স্বভাব যে তার অনুগত।
যতই তারে চাও তাড়াতে
আসবে কাছে সে।।
বারোটি মাস প্রকৃতিতে
রয় না বসন্ত
আঁধার কেটে আলো আসে
হাসে দিগন্ত।
সুখের খুঁজে ঘুরছে যারা
তারাই দুখী দিশেহারা।
দুঃখ থেকেই সুখ আসে আর
পালায় ঝলকে।।