তোমাকে ফিরিয়ে দিয়ে সম্বল আমার আজ
চোখ ভরা জল,
পেয়েছি পেয়েছি আমি অবহেলার কী ফল।
ছিড়েছি তোমার ফুল করেছি আঘাত
দিয়েছি তোমার নামে শত অপবাদ
চিনতে পারিনি আমি আসল-নকল।
পাশে বসে কেউ আর রাখে না মাথায় হাত
বলে না ঘুমাও সাথী হয়েছে অনেক রাত।
এখন আমায় কেউ করে না শাসন
স্বাধীন জীবন তবু, কেন পুড়ে মন
মন চায় ফিরো তুমি করো কোলাহল।