বুকের পাজরে লেখা আছে যার নাম
তার ছবি ভেসে উঠে চোখের পাতায়,
স্মৃতিগুলো উঁকি দেয় যখন-তখন
কখনো কি তারে বলো ভুলে থাকা যায়?
হারালি কোথায় প্রিয়া হারালি কোথায়
পোড়ামন ডাকে তোরে আয় ফিরে আয়।


আকাশের বুকে আছে চন্দ্র তারা
আমার বুকের মাঝে তুই সারাক্ষণ
তোকে ছাড়া ভাবি না তো অন্য কিছু
তুই যে আমার সাথী জীবন-মরণ।
তুই দূরে গেলে মন জ্বলেরে চিতায়
হারালি কোথায়------আয় ফিরে আয়।


তিলে তিলে গড়া প্রেম ভেঙে গেছে
দু'চোখে এখন দেখি শুধুই আঁধার
পৃথিবীটা বড় বেশি শূন্য লাগে
সাধ নেই মনে আর ঘর সাজাবার।
কাঁদে মন সারাক্ষণ বিরহ ব্যাথায়
হারালি কোথায়------আয় ফিরে আয়।