পাখি টারে ছাইড়া দিলাম নিজের হাতে
খুঁজে নিবে সুখ যেথায় পায় সেথায় যাবে।
মনের পাখি আমার মনে থাকলে নারে।
আমার স্বাদের পিঞ্জিরা টা ভালো নারে।
চলে গেল কত দূরে বলে গেল না
কি যে ব্যথা বুকের মাঝে সইতে পারি না।
ঘুরে ফিরে খুঁজি তারে অন্তর মাঝে,
পাখি আমার ছিলো সেথায় খুব যত্নে।
কত আদর ভালোবাসা দিলাম যে তারে
অবশেষে চলে গেলো হৃদয় টা ভেঙ্গে।
পাখি টারে ছাইড়া দিলাম নিজের হাতে
খুঁজে নিবে সুখ যেথায় পায় সেথায় যাবে।
মনের পাখি আমার মনে থাকলে নারে।
আমার স্বাদের পিঞ্জিরা টা ভালো নারে।
কত স্বপ্ন দেখালো আমায় নয় ভরে,
শত স্মৃতি একলা ঘরে অশ্রু ঝরে।
একলা করে চলে গেলি আমায় বুঝলি না।
স্মৃতি গুলি পিছু ডাকে সইতে পারি।
পিরে আয় আবার ভালোবাসা,
পিঞ্জিরাটা এখনো তোর নামে লিখা।
পাখি টারে ছাইড়া দিলাম নিজের হাতে
খুঁজে নিবে সুখ যেথায় পায় সেথায় যাবে।
মনের পাখি আমার মনে থাকলে নারে।
আমার স্বাদের পিঞ্জিরা টা ভালো নারে।