আছে হৃদয় ভরা  আশার ডাইরি।।
      শুধু তার পাতাগুলি    রয়ে গেল খালি।।
শহরের ওই অলিগলি  যেন আজ স্তব্ধ পুরোপুরি।।


যেন ওই আঁখি দুটি    করে মন কারাকারি।।
কার সঙ্গে কার হাড়ি     হলো না জানা পুরোপুরি।।


শুধু হলো যাওয়া আসা 
                           করে গান বাসের যাত্রীরা।
স্কুল ছুটি ঠিক বিকেল চারটায়।
                      তার পর হবে বাঁকি জানাটা।।


যদি ওই নীড় পাখি     আসতে চায় কাছাকাছি
তবে ভালোবাসবো কী  
           না পড়বো আগে তার ডাইরি পুরোপুরি।।
                               -দীপঙ্কর সাহা (দীপ)