মুখরা (লয়-ধীর)]


আজ জেনেছি, আজ জেনেছি ভালোবাসা কী-
বধূ হে।।
আজ বুঝেছি, আজ বুঝেছি ভালোবাসা কী-
বধূ হে।।


[অন্তরা(লয়- দ্রুত)]


ঘন প্রেম ধারা     মন মাতোয়ারা,
ছন্দে ছন্দে বাজে   প্রেম-কবিতা।।(২)
জানি না কোন আশা
জাগালো ভরসা।(২)
তাই আজ এসেছি -
আজ জেনেছি, ভালোবাসা কী-
বধূ হে।।


[আভোগ(লয়-ধীর)]


অধরে সুর ধারা    মনেতে স্বরলিপিকা
তালে তালে নাচে   দিক্-দিগঙ্গনা।(২)
জানি না কোন কথা-
ফিরে পেল ভাষা।(২)
তাই আজ এসেছি -
আজ বুঝেছি, ভালোবাসা কী-
বধূ হে।।


(প্রেম পর্যা)
-দীপঙ্কর সাহা (দীপ)