ভাবনাকে সব পেছন ফেলে রাঙিয়ে নিতে আয়
আজ বইছে মলয় পলাশ বনের রাঙা সীমানায়
কৃষ্ণচূড়া উঠছে সেজে অনুরাগের লাল আভায়
কার হাতে কার আবির ছোঁয়া রাঙিয়ে দিয়ে যায়।
ভাবনাকে সব পেছন ফেলে রাঙিয়ে নিতে আয়।


ঘটছে কত ঘটবে কত দুখ জীবনের ভাঙা গড়া
হিল্লোলে আজ অশোক শিমুল রঙের ওঠা পড়া
সাজিয়ে দিয়ে দুলিয়ে দিয়ে বলছে হৃদয় কথায়
ফাগুন পথে খুলছে দুয়ার ওই যে দক্ষিণ হওয়ায়
ভাবনাকে সব পেছন ফেলে রাঙিয়ে নিতে আয় ।


কিশলয়ের হাসি দেখে রুক্ষ মাটি তাকিয়ে থাকে
ডালে ডালে রঙের ধারায় প্রজাপতি ঝাঁকে ঝাঁকে
বসন্ত আজ ফাগুন আগুন সবার মনের মোহনায়
ভাবনাকে সব পেছন ফেলে রাঙিয়ে নিতে আয়।