ওগো মা , মাগো
আমার বাঁধন আলগা করো না


শাসনে ত্রাশনে আরও বেঁধে রাখো
মানুষ হওয়ার দাও দিয়ে দাও যত পারো মন্ত্রণা
সে সব আমার নয় গো কোন যন্ত্রণা
ওগো মা, মাগো
আমার বাঁধন আলগা করো না।


এই তো আমার যৌবন রঙ
মর্জিতে আমি জীবনের ঢঙ
চিনতে চিনতে পাথর ভাঙি ঢেউকে করি জয়
থেকে যায় পা পিছলে যাওয়ার ভয়
হারিয়ে যাওয়া তোমার হাতে শিকলের বন্দনা
ও মা, মাগো, আমার হাতটি ছেড়ো না
আমার বাঁধন আলগা করো না।


জীবন বড় বিচিত্র এক গোলকধাঁধাঁর চর
সময় সেখানে পথের ভুলে বয়ে যায় বরাবর
পথ চেনাতে পথিক শাসন আমার বাড়ির সেরা যতন
মনে করায় তোমাদের ওই হৃদয় সান্ত্বনা
ও গো মা, মাগো, অন্ধ গলিতে আমায় ছেড়ে দিও না
আমার বাঁধন আলগা করো না।