আমার পাশে আমি আছি
তাই যে আমি দুখহারিনী
যতই তুমি যাও না সরে
চলতে পথে আর যে ভাবিনি।
আমি যে তাই দুখহারিনী।
প্রাণের ভেতর প্রাণ মোহনা
উঠোনে তার আনাগোনা
শঙ্খবেলায় দীপ জ্বেলে সে
ভাবের ঘরে করে নি জানাশোনা
নাই আমি তার স্বপ্নচারিনী।
আমি যে তাই দুখহারিনী।
তুমি ভেবে জড়িয়ে ধরি
সংসারে সুখ খুঁজে মরি
মোহ মহীম আলেয়াতে
তুমিও যে যাও সরি সরি
আমি তাই আমারই গুণেরকাহিনী।
আমি যে তাই দুখহারিনী।