আমি নিজের সাথে নিজের কথা বলি
বাংলায়
আমি নিজের হৃদয় নিজেকে দেখাই
বাংলায়
আমি নিজের প্রকাশ নিজেকে করি
বাংলায়
আমার আমি তাই স্বতন্ত্র
এই ছন্নছাড়া যুগ রচনায়।
আমি নিজের সাথে নিজের কথা বলি
বাংলায়।


এগিয়ে যাওয়া শিখেছি আমি রবীন্দ্রনাথে
পিছিয়ে পড়া ভরসা জাগায় সবুজ ধান ক্ষেতে
মাথা উঁচু আমি লোক চর্চার গান গেয়ে
বিশ্বে আমি যা কিছু দেখাই সবই শিখেছি
এই বাংলায়
আমি নিজের সাথে নিজের কথা বলি
বাংলায়।


ভাষার সূত্রে অনুভূতিগুলো প্রকাশ একধারা
নির্বাক প্রকৃতিও নিজের ভাষায় থাকে আত্মহারা
আমি নিজের কাছে নিজের বড় হওয়া শিখি
বাংলায়
আমি নিজের সাথে নিজের কথা বলি
বাংলায়।