এখন আর আমার কোন কাজ নাই
আশে পাশে উঠছে বাড়ি
চলছে জোরে মোটর গাড়ি
জমছে পাথর তাড়াতাড়ি
চাষের জন্য কোথাও কোন জমি নাই
তাই
এখন আর আমার কোন কাজ নাই
যা করেছি যতটুকু পড়াশুনা
তাতে অফিসে নেই জানাশুনা
কত কি শিখেও শেষে বহুগুনা
কোথাও পেটের দুমুঠো তো জুটে নাই
তাই
এখন আর আমার কোন কাজ নাই
বেঁচে থাকার নামগান গাই
সকাল বিকাল একতারা বাজাই
দূরে সব কি যে হয় দেখে যাই
তাই
এখন আর আমার কোন কাজ নাই