আমায়_ এই অসময় কেন গো সখী মালা দিতে চাও
কেন_ এই অবেলায় আমার পানে এমনি তাকাও
আমি_ কিবা দেবো কিবা আছে মালা ফিরে নাও


নদী তরঙ্গে ঢেউ আর করেনা খেলা
পাগলা হাওয়ার আজ বড়ই অবেলা
পাল ছিড়েছে এমন সময় ঘাটের দিশা দাও।।


বসন্তের সকাল কোকিল ডাকে গাছে
ফুল ফুটেছে শাখে ভ্রমরীরা  নাচে
শীতের দিনে সব লুকালো এখন ফিরে যাও।।



২৪ জুলাই ২০২০
এটিএম ইউসিবি কসবা।