তোমার হাতে আকা, কপোলের তিল
দুরে ঐ চাঁদটার,এতটাই মিল
চাঁদকে পারেনা কেউ দু হাতে ছুতে
তোমাকে পেতে শত, বাধার পাচিল।।


জোছনা পৃথিবী, আলোয় ভড়িয়ে দেয়
তোমার ঐ মুখখানা, দৃষ্টি কেড়ে নেয়
চাঁদ শুধু নয় আজ, কারো কোন উপমা
নেই তো কিছুই আর, তোমার সামিল।।


যদি কোনদিন আমি তোমায় পেতাম
চাঁদের কপালে চাঁদ পড়িয়ে দিতাম
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম
তোমায় পাওয়ার মাঝে, সুখ অনাবিল।।