যে সত‍্যিকারে, ভালবাসতে পারে
সে কি করে ভুলে যায়, জানিনা
নাবলে সে চলে যায়, অনেক দুরে
আমি, ভাবতে ----এ--- ই পারিনা।।


একদিন না দেখিলে চোখের জলে
বোঝানো যেত না তাকে, কিছুই বলে
সাজিয়ে যেত তবু ফুলদানীটা
সেই মুখ কতদিন, দেখি না।।


যোগাযোগ হয় যদি চিরতরে বন্ধ
চোখদুটো কান্নায় হয়ে যাবে অন্ধ
সোহাগ জড়ানো সেই, অভিমানী কন্ঠে
কতদিন কোনকথা শুনি না।।