যে জন জানেনা কভু, ভালবাসিতে
কেন সে ইশারায় ডাকে, কাছে আসিতে
বোঝেনা কিছুই যেন , শ্রাবণ ভাদর
মানুষতো নয় সেত,  একটি পাথর।।


হৃদয় দিয়ে যারা বেসেছে ভাল
আধার ঘরে তারা,  জ্বেলেছে আলো
নিজেও চলেছে পথে সমুখে চেয়ে
অপরের ভালবাসা,  করেছে কদর।।


বদলে যেতে পার তুমিও যেমন
গড়তে পার এক, ভীন্ন জীবন
বিছিয়ে দাও তুমি, গভীর মমতায়
উষ্ণ ভালবাসার,রঙ্গিন  চাদর।।