চোখ রেখে ঐ চোখের পড়ে যখন দেখেছি
রং ধনুরই রং নিয়ে তার ছবি একেছি
এ যেন কোন মোনালিসার প্রেমে পড়েছি।।
আলতা পড়া কুসুম পায়ে কি যে যাদুর নূপূড়
হৃদয় মাঝে ছন্দ তোলে বাজে রুমুর ঝুমুর
মাতাল হাওয়ার নেশায় পড়ে পাগল হয়েছি।।
উপচে পড়া রুপের ঝিলিক সবার হৃদয় কাড়ে
রাতে চোখের ঘুম কেড়েছে যে দেখেছে তারে
তাকে নিয়ে কল্পনাতে প্রাসাদ গড়েছি।।