এ তো প্রথম দেখা নয়
কেন যেন মনে হয়
হাজার বছর তুমি আমার চেনা
আমি চলার পথে কোথাও যেন
পেয়েছি ঠিকানা।।
হাজার কথা গোপন রেখে
বলতে সেদিন সবই
তোমার কথার জবাব লিখেই
হয়ে যেতাম কবি
তুমি কোথায় আবার হারিয়ে গেলে
হলে অচেনা।।
পথের বাকে শেষ বিকেলে
হোল হঠাৎ দেখা
নতুন করে হয় পরিচয়
এ যেন্ ভাগ্য লেখা
তুমি তেমনি আছ আগের মত
ছিলনা তা জানা।।