দুরের আকাশ আজ,শুধুই আমার
আজ সে, আর কারো নয়তো
পাখা মেলে উড়ে যাই, যদি তারে কাছে পাই
সেও আজ খুসি হবে হয়তো।।


বিজনে একমনে,যদি কোন গান গাই
সুরের মুর্ছনায় মরমে ব‍্যাথা পাই
আকাশ শুনেছে ঐ গানের আকুতি
ঝড়ালো বৃষ্টি সে তাইতো।।


কত রাত কত দিন,গুনেছি প্রহর
আকাশ রেখেছে শুধু মনের খবর
সে শুধু আমার হবে দিয়েছে বারতা
মন যাকে কাছে পেতে চাইতো ।।