গোলাপ কখনো ফোটেনা
নিজের জন্য
সুরভী ছড়িয়ে ষোঢ়শী খোপায়
নিজেকে ভাবে সে ধন্য।।
ধুপ যেমনি নিজেকে পোড়ায়
রাতের জলসা ঘরে
পরের খুশিতে দেয় বিলিয়ে
নিজেকে উজাড় করে
নিজের চাওয়া এই জগতে
খুবই যে নগন্য।।
মোমের আলো আধার সরিয়ে
আঙিনা জুড়ে থাকে
তার মনে যে কত বেদনা
কে বল হিসেব রাখে
গৌন যে তার নিজের জীবন
সবই তো অনন্য।।