তোমার ঐ মুখ দেখে নয়
কাজল ধোয়া চোখ দেখে নয়
হৃদয় দিয়েই মনের কথা
একটু হলেও বুঝি।।


না দেখা নিরব হাওয়ায় , উঠে যেমন ঢেও
ফাগুন ছাড়া, ফুলের মেলা দেখেনি তো কেউ
আমিও যে তোমার মাঝে,
কি যেন আজ খুজি।।


হাজারও কাজের ছলে,ফিরে ফিরে আসা
একে তুমি যাই বলনা এযে ভালবাসা
মুখে কি গো সব বলা যায় ,
এত সোজাসুজি।।