আধুনিক গান
এ কে এম রফিকুল হক
আমি, তোমার প্রেমের,
আগুনে পুড়ে, অঙ্গার হয়ে যাই
জীবন আমার, বিরহ বিধুর
পুড়ে পুড়ে হোল ছাই।।
কি ভেবে সেদিন, হাত ধরেছিলে
দিয়েছিলে মনে আশা
বুঝিনি আমি সেছিল তোমার
ক্ষনিকের ভালোবাসা
কি করে বলো খুজে পাব আমি
অথৈ অতলে ঠাঁই।।
যে টুকু তুমি দিয়েছ সেদিন
মনে আছে আজো তাই
সবই তো আছে আগের মতন
তুমি শুধু পাশে নাই
এখনো আমার মন বলে সদা
তোমাকে কেবলই চাই।।