.
তোমরা কি জানো না ...
তোমরা কি জানো না ।।
আজ বিকেলে , পাখা মেলে ,
যাবো উড়ে তারার দেশে ...।
চেনা শুনা পথ ভুলে ,
মেঘেদের গা...ভেসে ।
নিয়ে রং-তুলি , ছুটবো অলি-গলি...
নিয়ে রং-তুলি , ছুটবো অলি গলি ,
পাবে না কেউ খুঁজে আমায় ।
.......…................................
আর না - আর না , কবিদের কবিতায় ।
দূর স্টেশনের বাঁশিতে ,
ঐ মেয়েটার হাসিতে ,
ছুটবো অলি-গলি ...,
এ পাড়ায়-ও পাড়ায় ,
পাগল-পাগল চেহারায় ।
......................................
আর না - আর না , কবিদের কবিতায় ।
তোমরা কি জানো না..........,।।
*****
(ধন্যবাদ)