তুই যে আমার সই
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ৩০-১১-২০২১ ইং
ও পাখিরে বলবো কথা
তুই যে আমার সই,
আমার কথা বলবি তারে
কেমনে ঘরে রই।
দিন কাটে মোর হেলায় ফেলায়
পথের দিক চেয়ে ,
মনের ব্যথা ভুলে যাবো
তর দেখা পেয়ে,
ভালো তকে বাসি বন্ধু
ভুলতে পারি না ,
আপন মানুষ দূরে থাকে
মানতে পারিনা।
ও পাখিরে বলবো কথা
তুই যে আমার সই,
আমার কথা বলবি তারে
কেমনে ঘরে রই।