কোথায় রয় শুকতারা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৯-২০২১ ইং


কাল সারা রাত স্বপ্ন ছিলো
আর ছিলো একতারা,
তাই না দেখে চন্দ্র পাড়া
হতবাক সবাই তারা।
নিঝুম রাতে চাঁদকে বলি
কোথায় রয় শুকতারা।


স্বপ্ন আমার ভেঙ্গে দিলে
মিথ্যার করাঘাতে,
স্মৃতি বুকে স্বপ্ন গুলো
কেন করছে পাঁয়তারা।
নিঝুম রাতে চাঁদকে বলি
কোথায় রয় শুকতারা।


মনটা আমার ছটফট করে
অনুভূতি অনুরাগে,
হৃদয় ভেঙ্গে দিয়ে তুমি
করে গেলে ইশারা,
নিঝুম রাতে চাঁদকে বলি
কোথায় রয় শুকতারা।