সুজন মাঝি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৭-০৪-২০২২ ইং
সুজন মাঝির নৌকা খানা বাঁধা এখন ঘাটে
গঞ্জের হাটে হয়না যাওয়া বোঝাই করা পাটে।
নদীর মাঝে বসত বাড়ি স্রোতের শব্দ নাই আর,
ছন্নছাড়া সুজন মাঝি যাযাবর জীবন তার।
সুজন মাঝির রঙিন নৌকার মাঝিরা পাল তুলে,
মাঝনদীতে রঙিন নৌকা গানের তালে দুলে।
কতো খাল-বিল পাড়ি দিয়ে কতো না পারাপার,
নৌকা যে তার সাত রাজার ধন সুখের ছিল সংসার।
জোয়ার-ভাটায় চলতো নৌকা সুজন মাঝি বলে,
নদী কি আর আগের মতন নৌকার অনুকূলে।
এখন যে আর যায় না চেনা ভাটিয়ালি গানে
ঢেউ এর সাথে মিত্র ছিল বলতো কথা কানে।
ছন্নছাড়া সুজন মাঝি যাযাবর জীবন তার।
সুজন মাঝি কেঁদে বলে শান্তি নাইরে গাঁয়ে
এখন তো আর যায় না দেখা বৈঠা ডানে বাঁয়ে।
এখন তো আর টাকা দিয়ে ঘাটে ডাকে না আর,
সারি বাঁধা নৌকা গুলো এখন দেখি না আর।