সোনার গাঁয়ে সাদা মানুষ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৯-০৫-২০২৩ ইং


আমরা দেশে গাঁয়ের মানুষ সকল দেশের সেরা
দেশটা আমার রুপের রানী কি সুন্দর একতারা
বাউলের ঐ বাংলা গানের ধূম পড়েছে পাড়া।


সবুজ শ্যামল রূপের বাহার এই রূপের হয় কি শেষ,
আঁকাবাঁকা মেঠো পথে  প্রাণ জুড়ানো দেশ,
গায়ের বধু পুকুর ঘাটে কোকিল পাগল পাড়া।
কৃষকের ওই মিষ্টি হাসি বধু দিশেহারা।


সোনার গাঁয়ে সাদা মানুষ আকাশের ঐ তাঁরা,
ছয় ঋতুতে স্বপ্ন বুনে আমার সকল পাড়া।
আমরা দেশে গাঁয়ের মাঠে মেলায় পড়ে সাড়া।