সুখের ফাগুন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৯-১১-২০২১ ইং


ভাঙ্গা গড়া এই জীবনে
সবকিছু সত্য নয়,
মিথ্যার মাঝে সত্য টাকে
খুঁজে পাবো পরিচয়।


যেদিকে চান সে দিকে সালাম
রঙ্গিন নেশায় আছি,
হয়তো আমি এসে গেছি
মৃত্যুর কাছাকাছি।


ভয় দেখিয়ে আজকের নেতা
ভাবি যেনো আগুন,
বুঝে গেলেম এসে গেছে
আমার সুখের ফাগুন।


হয়তো একদিন ভুলে যাবো
কেন করছি অপচয়,
সময় একদিন দেখবে চেয়ে
খুঁজে পাবোনা তাল লয়।


ভাঙ্গা গড়া এই জীবনে
সবকিছু সত্য নয়,
মিথ্যার মাঝে সত্য টাকে
খুঁজে পাবো পরিচয়।