পথে পথে ঘুরি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ৩০-০৬-২০২১ ইং


দুইদিন আগেও পাশে ছিলে  এখন ছাড়া বাড়ি,
দূর আকাশে চেয়ে দেখি সাদা বকের সাড়ি।
ছন্নছাড়া জীবন আমার পথে পথে ঘুরি।


তোমার খোঁজে আজকে আমি হইছি দেশান্তর,
হয়তো আমি আর পাবোনা পরান পাখির খবর
তবু আমি তোমার আশায় পাখির মতো উড়ি।


কেমন করে ছেড়ে গেলে নীল দরিয়ার মাঝে,
পথেই আমি বসে থাকি সকাল সন্ধ্যা সাঁঝে ।
বন্ধু তুমি ভালো থেকো আর হবেনা দেখা ,
ভাগ্য আমার কেটে দিছে হাতের মিলন রেখা।
জীবন আমার ব্যর্থ জীবন সুতা কাটা ঘুড়ি।