শিশির ভেজা ভোরে
মোঃ বুলবুল হোসেন
তারিখ:-24-11-2021 ইং


শিশির ভেজা ভোরের আলো
মনটা পাগলপারা,
বলতে তুমি ভাল্লাগে না
বন্ধু তোমায় ছাড়া।


ফুটন্ত এক বাগান মোরা
মাতাল  সুখের অলি,
বলতো পাড়া আমরা যেনো  
ফুটন্ত এক কলি।


এবার বুঝি তোমার আমার
সুখের ফাগুন এলো,
তোমার আমার স্বপ্নগুলো
নয়তো এলোমেলো।


যত বাধা আসুক মোদের
থাকবো মোরা পাশে,
বিকালের ঐ প্রকৃতির রূপে
তোমার পাশে  বসে।


শিশির ভেজা ভোরের আলো
মনটা পাগলপারা,
বলতে তুমি ভাল্লাগে না
বন্ধু তোমায় ছাড়া।