মৃত্যুর মিছিল
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৭-০৩-২০২২ ইং
দেখেছি কত মৃত্যুর মিছিল ফেলেছি চোখের জল,
সেই দিন আর বেশি দূরে নয় রবে না কোলাহল।
নদীর জলে ভেসে চলে অচেনা কত লাশ,
আপন জন হারিয়ে গেছে নাই কোনো তালাশ।
নিরবে দেখা ভাই-বোনের লাশ সয়েছি কত ব্যথা,
ক্ষণে ক্ষণে ছুটে চলা মনের মাঝে গাঁথা।
দেখেছি কত মৃত্যুর মিছিল ফেলেছি চোখের জল,
সেই দিন আর বেশি দূরে নয় রবে না কোলাহল।
কি করে আজ ভুলে যাবো স্মৃতি মনে পড়ে,
হায়নার দলে আঘাত করে মা বোনের ঘরে।
দেখেছি কত মৃত্যুর মিছিল ফেলেছি চোখের জল,
সেই দিন আর বেশি দূরে নয় রবে না কোলাহল।
রক্ত দিয়ে এনেছি আমরা বাংলার স্বাধীনতা,
ত্রিশ লক্ষ প্রাণের পাওয়া আজ স্বাধীন পতাকা।
দেখেছি কত মৃত্যুর মিছিল ফেলেছি চোখের জল,
সেই দিন আর বেশি দূরে নয় রবে না কোলাহল।