রমজান
মোঃ বুলবুল হোসেন
ও মুমিন ভাই রাখলে রোজা প্রিয় রমজান মাসে
দেখবে তুমি কেমন করে দিলে শান্তি আসে।
রমজানেতে পুণ্য পাবে প্রভুর নিকট থেকে
চাওয়ার মত চেয়ে দেখো উদর খালি রেখে।
শয়তান বদ্ধ এই মাসেতে সকল মুমিন জাগে,
মিলেমিশে সেহেরি খাব যাহা পড়ে ভাগে।
নিয়ম মেনে রোজা রাখি খাই না প্রভুর ভয়ে,
দিনের শেষে ইফতার হবে থাকি তৈরি হয়ে।
ও মুমিন ভাই রাখলে রোজা প্রিয় রমজান মাসে
দেখবে তুমি কেমন করে দিলে শান্তি আসে।
গরিব দুঃখীর হাসির জন্য পাশে দাঁড়ায় যারা,
রোজ হাসরে বিচারের দিন সুফল পাবে তাঁরা।
পাপের বোঝা ধ্বংস হবে রোজার বাতি রথে
আঁধার জীবন আলো হবে স্বর্গে যাবার পথে।
ও মুমিন ভাই রাখলে রোজা প্রিয় রমজান মাসে
দেখবে তুমি কেমন করে দিলে শান্তি আসে।