এলো মাহে রমজান
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২০-০৩-২০২২ ইং
রজব মাসের পরে এলো এলো মাহে রমজান,
মুমিন তরে রমজান এলো এলো মুক্তির ফরমান।
রমজান মাসে বন্দী শয়তান বন্ধ হলো জাহান্নাম,
এবাদতে দিবানিশি মুখে আল্লাহর নাম।
আল্লাহকে খুশি করো শক্ত করো ঈমান,
রহমতের ঝর্নাধারা পাবে সকল মুসলমান।
রজব মাসের পরে এলো এলো মাহে রমজান,
মুমিন তরে রমজান এলো এলো মুক্তির ফরমান।
সকল গুনা নাজাত হবে প্রভু করবে মুক্ত,
রমজান মাসে নামাজ পড়ো ঈমান করো পোক্ত।
রজব মাসের পরে এলো এলো মাহে রমজান,
মুমিন তরে রমজান এলো এলো মুক্তির ফরমান।
রমজান মানে সংযম থাকা ঐ নাজাতের সুবাস,
রহমতের ঘুরবে চাকা পবিত্র রমজান মাস।
রজব মাসের পরে এলো এলো মাহে রমজান,
মুমিন তরে রমজান এলো এলো মুক্তির ফরমান।