পরের ভালো
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৭-১১-২০২১ ইং
        


পরের ভালো করলে তুমি  
বলবে  তোমায়  মন্দ,
ফুলের মাঝে  সুভাষ থাকে
ভালোর মাঝে  মন্দ।


পরের ক্ষতি করে তুমি
করেছ কি যে  ভুল,
সত্যের পথে কষ্ট হবে
পেয়েছি সুখের মূল।


দ্বীনের পথে এসো মুমিন
প্রভু খুশি হবে,
খোদার কালাম পড়লে তুমি
জান্নাত পাবে তবে।


মানুষের মতো মানুষ হবে
হবে যে ঈমানদার,
পাড়ার লোকে বলবে তোমায়
পাবে পুরস্কার।