প্রেম বিরহী হৃদয় আমার
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ৩০-০৫-২০২২ ইং
প্রেম বিরহী হৃদয় আমার জ্বলে পুড়ে ছাই
শিশির ভেজা ঝরা প্রেমের বে সুরে গান গাই
মেঘে। ভাসা প্রেম বিরহ আমি মরিয়া যাই৷
তোমার প্রেমে উন্মাদ পাগল প্রেমের জ্বালে পড়ে
সাজানো বাগান ভেঙে দিলে ঘুরি দ্বারে দ্বারে।
পারিনি সজন তোমার হতে বিরহ জ্বলে ছাই।
বাবুই পাখি বুনেছে ঘর আপন মনে করে,
ঝড় বাদলের বাবুই কি আর বাসায় থাকতে পারে
আমার বোনা খাসা ঘরে গুণে ধরেছে তাই।
এই হৃদয়ে বসতে দিলাম মনের দরজা খুলে,
এই হৃদয়ের ভাঙা জানালা এখনো আছে ঝুলে।
বিরহের আগুনে আমি জ্বলে পুড়ে ছাই।
প্রেমের চাঁদরে মুড়ে দিয়ে তুমি গেলে চলে,
দুটি নয়ন কেঁদে বলে তুমি চলে গেলে,
ওগো আমার সৃজন লতা হৃদয় মাঝে চাই।
তোমার ছবি আঁকতে বসে রংতুলিতে পাই
হৃদয়ের রং তুলিতে তোমায় পেতে চাই,
তোমার প্রেমের পরশ গুলো আমি ভুলি নাই।
তোমার প্রেমে কমলি লতা হাবুডুবু খাই
তোমার প্রেমে সাগর বুকে একটু জায়গা নাই
ভাসিয়ে নাও তোমার প্রেমে নীল দরিয়ায় যাই।