তুই পাষাণী ছল
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৭-২০২১ ইং


ভালোবেসে তুই আমারে করলি একি বল,
আমার সাথে করে গেলি তুই পাষাণী ছল,
পাওয়ার আশায় দিয়েছিলাম চারা গাছে জল।


ভাঙা নায়ে চড়ে রে তুই ভাবিস ফুলের ডালি,
বুঝবি যেদিন খুঁজবিরে তুই আপন  মনে মালি।
ব্যথায় গেলো  সাধন-ভজন কোথায় ছিলো  তল।
ভালোবেসে তুই আমারে করলি একি বল,


সুখের আশায় ঘর ছারিলি  রইলি রে তুই  বাঁদী।
সোনার ফসল পড়ে রইল  হয়ে অনাবাদী।
বন্ধুরে তোর ফুলের কলি বাঁধলো না রে  দল।
ভালোবেসে তুই আমারে করলি একি বল।