গীতিকাব্য
নিঠুর বন্ধু
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১১-০৫-২০২৩ ইং
এত ভালো বাসলাম তোরে
ভুলে গেলি তুই আমারে
কেমন করে নিঠুর বন্ধু
আমায় ছেড়ে গেলি রে।
কষ্টের চুলা জ্বলছে দ্বিগুণ
তুই বিহনে কি নিদারুণ
তোর প্রেমেতে উদাস হয়ে
দিবানিশি কান্দিরে ।
কি দেখালি ছলা কলা
নিঠুর বন্ধু আমি একলা
সুখের আশায় ঘর ছাড়িলি
সুখে থাকিস বন্ধুরে।
আমার কাঁধে মাথা রেখে
বলতো পাড়া তাহা দেখে
এই জীবনে সুখী হবো
বলতো তারা আহারে।