শিরোনামঃ- নিদান কালে
কলমেঃ- মোঃ বুলবুল হোসেন
তাং- ২৬-১২-২২ ইং
***********


নিদান কালে বন্ধু আমার দিয়ে গেলি ফাঁকি।
নিদ্রা কালে মনের মাঝে কত স্বপ্ন আঁকি।
'স্বপ্ন দিয়ে ঘর বেধেছি স্বপ্ন  নিয়ে থাকি,
স্বপ্ন গুলো ভেঙ্গে গেলে আর কি থাকে বাকী।


হায়রে মানব বুঝলি নারে নিদান কি তোর আছে,
তোর লাগিয়া সব ছাড়িলাম ভাবলিনা তুই পিছে।
সরল মনে কাদা দিলি পাই না খুজে কিনারা,
সবাই দেখি স্বার্থের পাগল স্বার্থে আত্মহারা।
স্বপ্ন দিয়ে ঘর বেধেছি স্বপ্ন  নিয়ে থাকি,
স্বপ্ন গুলো ভেঙ্গে গেলে আর কি থাকে বাকী।


মানুষের মন বোঝার মতো কারো যে সাধ্য নাই,
ভালো করলে মন্দ বলে  নিরাশায় আছি তাই।
স্বপ্ন দিয়ে ঘর বেধেছি স্বপ্ন  নিয়ে থাকি,
স্বপ্ন গুলো ভেঙ্গে গেলে আর কি থাকে বাকী।