মনের মাঝে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২২-১১-২০২১ ইং


তোমার ছোঁয়া পেয়ে আমার জেগে ওঠে প্রাণ,
কোথায় ছিলে ওগো বন্ধু ছেড়ে মাটির ঘ্রাণ।


তোমায় দেখে  মেতে ওঠে নাচে বকুল  ফুলে,
দক্ষিণের ওই মাতাল হাওয়া দুলে তোমার   চুলে।


তোমায় দেখে বাগানটা আজ হারিয়েছে তালগোল,
প্রকৃতির রূপ নতুন সাজে মনে লাগে দোল।
তোমার ছোঁয়া পেয়ে আমার জেগে ওঠে প্রাণ,
কোথায় ছিলে ওগো বন্ধু ছেড়ে মাটির ঘ্রাণ।


দূর আকাশের চাঁদ কে আমি পেলাম বুঝি পাশে,
মনের মাঝে তোমায় নিয়ে হাজার স্বপ্ন ভাসে।
তোমার ছোঁয়া পেয়ে আমার জেগে ওঠে প্রাণ,
কোথায় ছিলে ওগো বন্ধু ছেড়ে মাটির ঘ্রাণ।