মনের মানুষ মন ভেঙেছে
মোঃ বুলবুল হোসেন
মনের মানুষ মন ভেঙেছে
ভাঙলো তালা-চাবি,
খুব আড়ালে মন ভাঙলে
শব্দ কি আর পাবি!
জানবি না তুই আর কখনো
কেমন করে বাঁচি!
দুঃখ আমার মেঘ হয়েছে
চাঁদের কাছাকাছি।
সকাল এলো রৌদ্র ডানায়
পাখির ডাকাডাকি,
এখন আমি মেঘ ভাঙা রোদ
খুব আড়ালেই মাখি।
জানবি না তুই আর কখনো
কেমন করে বাঁচি!
দুঃখ আমার মেঘ হয়েছে
চাঁদের কাছাকাছি।
আড়াল করেই যত্নে রাখি
হৃদপিন্ডের ঐ বাসা,
বেনামী সুখ খোঁজে না আজ
মনের ভালোবাসা।
ভুল করছি জেনেও সবে
ভুলের মালা গাঁথি,
ইচ্ছে করেই নেভাই রাতে
আদুরে মোমবাতি।
একটুখানি জ্বলুক শিখা
কি ক্ষতি হয় তাতে!
কান্না ঝরা আবেগ না হয়
নিভিয়ে দিও রাতে।
জানবি না তুই আর কখনো
কেমন করে বাঁচি!
দুঃখ আমার মেঘ হয়েছে
চাঁদের কাছাকাছি।