প্রাণের মজিব
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৭-০৩-২০২২ ইং
সতেরো মার্চ প্রাণের মজিব এলে তুমি ভবে,
সেই দিবস কে পালন করছি দেশের মানুষ সবে।
শিশু থেকে দাতা ছিলেন মাটির মানুষ মিলে,
বলতো পাড়া এই ছেলেটি হৃদয় কেরে ছিলে।
তুমি ছিলে ন্যায়ের পথে নীতি তোমার শক্তি,
কোমল হৃদয় মানুষ তুমি ছিলো তোমার ভক্তি।
সতেরো মার্চ প্রাণের মজিব এলে তুমি ভবে,
সেই দিবস কে পালন করছি দেশের মানুষ সবে।
তোমার মত মহান নেতা বাংলার বুকে আছে
ধন্য হলো দেশের মানুষ ছিলে তুমি কাছে।
সতেরো মার্চ প্রাণের মজিব এলে তুমি ভবে,
সেই দিবস কে পালন করছি দেশের মানুষ সবে।