কুরআনের পাখি
মোঃ বুলবুল হোসেন


কোরআনের পাখি তোমার বিদায়
মানতে পারিনি কুটি হৃদয়
তোমার কন্ঠে  কোরআনের বাণী
কেড়েছে মানুষের হৃদয়।


শেষ দেখাটা দেখার জন্য
লাখো মানুষের দুই চোখে জল
জগৎ জুড়ে মানুষ কাঁদে  
রেখেছি মোরা পিঞ্জল।


তোমার মুখে বাণী শুনে
কত হলো মুসলমান,
বাংলার বুকে নক্ষত্র তুমি
ভিন্ন দেশে তোমার নাম।


ভেবো না তুমি ভুলবে না জাতি
ইতিহাসের পাতায় রবে নাম,
কর্মে ফলে পরকালে
পাবে তুমি সঠিক দাম।


কোরআনের পাখি তোমার বিদায়
মানতে পারেনি কুটি হৃদয়
তোমার মুখে কোরআনের বাণী
কেড়েছে মানুষের হৃদয়।