কে আছে আমার
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৬-০৬-২০২২ ইং
কেমন করে বন্ধু তরে ভুলে থাকি বল
তুই ছাড়া যে অন্ধ আমি কারে বলি চল,
তোরে ছাড়া বন্ধু আমার সময় হয় না পার।।
রোজ বিকালে হত বন্ধু বকুল তলে দেখা
কত স্মৃতি জমা আছে হৃদয় খামে লেখা,
তুই ছাড়া যে আমার জীবন এখন অন্ধকার।
যাবি চলে আমায় ফেলে এই কি ছিল মনে,
আমার জন্য একটু মায়া নাই কি তোর প্রাণে,
তুই ছাড়া যে আমার জীবন এখন অন্ধকার।।
ভালো থাকিস বন্ধুরে তুই জ্বলছি ঐ আগুনে,
পোড়া মনের কষ্ট গুলো রাখি আমি গোপনে।
দুঃখ ছাড়া বলনা বন্ধু কে আছে আমার।