যত্ন করে পুষি যারে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১০-০৭-২০২১ইং
যত্ন করে পুষি যারে বাধন ছিড়ে যায়,
কখনো কি বনের পাখি খাঁচায় শোভা পায়।
মনটা শুধু তোর লাগিয়া সকাল-সন্ধ্যা সাজে,
বলতি রে তুই মনের কথা মিষ্টি মধুর লাজে।
এখন শুধু দেখি তারে দূর আকাশের গায়,
কখনো কি বনের পাখি খাঁচায় শোভা পায়।
কত স্বপ্ন ছিল রে তর দুটি নয়ন ভরে,
বলেছিলি সারা জীবন থাকবি আপন ঘরে।
কেমন করে স্বপ্ন ভেঙ্গে দূরে চলে যায়,
কখনো কি বনের পাখি খাঁচায় শোভা পায়।