দু'চোখ ভরা জল
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৮-১১-২০২১ ইং
তোমায় ভালোবেসে আমি পেলাম শুধু সাজা,
দুঃখের সাগর পাড়ি দিয়ে হয়ে গেলাম রাজা ।
তোমার জন্য নিঃস্ব হলাম আজ শূন্য ফলাফল ,
ঘুমের ঘরে সপ্নে ছিলে দু'চোখ ভরা জল।
চোখের জলে নদী বহে আর লাগে না ভয়।
হয়তো একদিন তুমি ও কাঁদবে এমন যেনো না হয়।
আর কতো কাল চলবে এমন ঘুরবো নিশি দিন,
তুসের আগুন জ্বলছে বুকে বেড়ে চলছে ঋণ।
তোমায় জন্য সারা জীবন আমার যায়রে বিফল
ভুল মানুষের প্রেমে পড়ে হলো না আর সফল।।